Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অফিসের নাম

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, তিতাস, কুমিল্লা

অফিসের ঠিকানা

তিতাস,কুমিল্লা

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তিতাস, লাগসই এবং টেকসই কৃষি ও প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে কৃষি এবং  কৃষকের জীবনমাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে  যাচ্ছে।সব শ্রেণীর চাষীদের কে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসূ ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করছে, যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে  দেশের আর্থ সামাজিক  উন্নয়নে অবদান রাখতে পারে।

কুমিল্লা জেলার তিতাস একটি অন্যতম উপজেলা। এটি এগ্রো ইকোলজিকাল জোন-১৬ এর অন্তর্গত কৃষি প্রধান এলাকা। এখানে মাঝারি নিচু জমির পরিমান বেশি থাকায় এখানে রবি মৌসুমে খুবই গুরুত্বপূর্ণ । এখানে উৎপাদিত প্রধান ফসল গুলো হলো বোরো, মরিচ, তিল, গম, সরিষা, চিনাবাদম, বোনা আমন ও অন্যান্য সবজি ফসল । তবে বসতবাড়ির আঙ্গিনা সারা বছরই কৃষকরা শাকসবজি চাষ করে থাকে। তিতাস উপজেলার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তিতাস কৃষকদের যাবতীয় কৃষি ভিত্তিক সম্প্রসারণ সেবা  প্রদান করে যাচ্ছে।

চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন  সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, চাষী পার্যয়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, আইপিএম কৌশলের মাধ্যমে  নিরাপদ ফসল উৎপাদন  প্রকল্প,  কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প সমূহ এবং নতুন কৃষি সম্প্রসারণ নীতি অনুযায়ী খামার যান্ত্রিকীকরণ , নিরাপদ  পুষ্টি সমৃদ্ধ লাভজনক ও বানিজ্যিক কৃষিসহ বিভিন্ন বিশেষ কর্মসূচীর মাঠ পর্যায়ে প্রান্তিক ও ক্ষুদ্রসহ সকল পর্যায়ের  কৃষকদের আর্থিক সামাজিক  ও সার্বিক উন্নয়নে কাজ করছে।